Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাসাইল পৌরসভার মহাপরিকল্পনা প্রনয়ণে কর্মশালা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৩, ০৮:১০ পিএম


বাসাইল পৌরসভার মহাপরিকল্পনা প্রনয়ণে কর্মশালা

টাঙ্গাইল জেলার দশটি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বাসাইল পৌরসভার মহাপরিকল্পনা প্রনয়নে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বাসাইল পৌরসভা মিলয়াতনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেলটেক প্রাইভেট লিমিটেডের নগর পরিকল্পনাবিদ আব্দুলাহ আল মাসুদ, জুনিয়র আরবান প্ল্যানার দশ পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প সাদী মোহাম্মদ হারুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান গাউছ, বাসাইল সরকারি জোবেদ রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ।

এআরএস

Link copied!