জানুয়ারি ২২, ২০২৩, ০৮:১১ পিএম
মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে চাঁদপুর -২ আসনের এমপি এডভোকেট মো. নুরুল আমিন রুহুলের ব্যক্তিগত তহবিল হইতে শীতবস্ত্র বিতরণ।
চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে এমপি রুহুলের নিজ উদ্যােগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ৷
রোববার (২২ জানুয়ারি) সকালে এড.নুরুল আমিন রুহুলের নাউরি নিজ বাড়িতে শীতবস্ত্র বিতরণ পূর্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এমপি এড.নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সব মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তাদের ধর্মীয় অধিকার দিয়েছেন দেশের সব ধরনের মানুষের সর্বোচ্চ সুবিধা নিয়ে তাদের ধর্মীয় অধিকার ভোগ করছেন। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্প্রদায় সম্প্রীতির দেশের সুনাম নিয়ে গর্ববোধ করছে।
ধর্ম প্রচারে বঙ্গবন্ধুর ভূমিকার কথা উল্লেখ করে এমপি রুহুল বলেন, বঙ্গবন্ধু আলেমদের ও কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন এবং তার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রীও তার পিতার আদর্শ অনুসরণ করে আলেমদের যথাযথ মর্যদা দিয়েছেন এবং মাদ্রাসার শিক্ষাকে যপোযোগী করার লক্ষে কাজ করে যাচ্ছেন ৷
মিলাদ ও দোয়া শেষে ফরাজীকান্দি, দশানী বোরহানুল উলুম মাদ্রাসা,সাড়ে পাচানী মাদ্রাসা, সাতানী মাদ্রাসা, উত্তর পাচানী মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শিতবস্ত্র কম্বল বিতরণ করেন ৷
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলা উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি ও বিভিন্ন মাদ্রাসার মোহতামীম ও ছাত্রগণ ৷
টিএইচ