Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে কৃমিনাশক ক্যাম্পেইন উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৩, ০৮:৩৯ পিএম


খাগড়াছড়িতে কৃমিনাশক  ক্যাম্পেইন উদ্বোধন

খাগড়াছড়িতে ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো ক্যাম্পেইন  উদ্বোধন করা  হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয়  শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভারত প্রত্যাগত উপজাতীয়  শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো. ছাবের বলেন, খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থীকে ক্যাম্পেইন কার্যক্রমে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থী ছাড়া ৫ থেকে ১৬ বছর বয়সী কোনো কিশোর-কিশোরী যেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়া থেকে বাদ না পড়ে সেই বিষয়ে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা. মিল্টন চাকমা, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!