জানুয়ারি ২৩, ২০২৩, ১০:০০ এএম
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালায় র্যাব। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম জানান, সোমবার ভোরের অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এবি