Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি:

পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি:

জানুয়ারি ২৩, ২০২৩, ০৬:৫৫ পিএম


পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার(২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বুড়িমারী- লালমনিরহাট রেলরুটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর মসজিদের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে লালমনিরহাট গামী একটি ট্রেন মসজিদের পাড় এলাকায় পৌছলে চলন্ত ট্রেনের সামনেই লাইনে শুয়ে পড়ে অজ্ঞাত ওই ব্যাক্তি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে আগত জনতা কেউ মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত করতে পারেনি।

পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মৃত ব্যাক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করি। ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়া সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরবর্তীতে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ এসে মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ে যায়।

আরএস 

Link copied!