Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বুড়িচংয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৩, ০৮:১৫ পিএম


বুড়িচংয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর সার্কেল কামরান হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান।

আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, শংকুচাইল বিজিবির নায়েব সুবেদার আবুল হোসাইন, খারেরা বিজিবির নায়েব সুবেদার  মোবারক হোসেন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের ও ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

এসময় অন্যান্য চেয়ারম্যান ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য গন উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!