Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

মোহনগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৩, ০৮:২০ পিএম


মোহনগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সম্মানহানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার গাগলাজুর ইউনিয়নিয়নের নয়াগাঁও গ্রামে ওই বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার প্রায় ৩ শতাধিক লোক অংশ অংশ গ্রহণ করেন।

জানা গেছে, নয়াগাঁও গ্রামের সোহেল রানা নামে এক ব্যক্তি প্রধান শিক্ষক শাহজাহান মিয়ার বিরুদ্ধে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না থাকা, বিলের ইজারার টাকা লুটপাটসহ নানা অভিযোগ করেন বিভিন্ন দপ্তরে।

এলাকাবাসী এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলে, অভিযোগকারী সোহেল রানা নেশাখোর। ঢাকায় ছিনতাই করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অনেকবার। এখন এলাকায় এসে মাদক ব্যবসা করে। হয়রানি করার জন্যই একজন ভালো শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে সে। সোহেল রানার বিরুদ্ধে আমরা গ্রামবাসী মিলে ব্যবস্থা নেব।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল হক, সামাজিক ব্যক্তিত্ব আতিক মিয়া, আব্দুল খালেক, বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক মো. ফিরোজ মিয়া, শাহজাহান মিয়া, সাইফুল ইসলাম, মো. নয়ন মিয়া প্রমুখ।

কেএস 

Link copied!