Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে মহিষের আক্রমণে আহত আরও ২জন

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৩, ০৬:০১ পিএম


টাঙ্গাইলে মহিষের আক্রমণে আহত আরও ২জন

টাঙ্গাইলের দেলদুয়ারে পাগলা মহিষের আক্রমণে আহতদের মধ্যে আরও ২জন মারা গেছেন। এখন পর্যন্ত এ ঘটনায় ৩জনের মৃত্যু হলো।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের মৃত করিম মিয়ার ছেলে কিতাব আলী ৫৫। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এলাসিন ইউপি চেয়ারম্যান মানিক রতন। একই দিন রাতে সাভার এনাম মেডিকেলে মারা যান লাউহাটি ইউনিয়নের লাউহাটী গ্রামের ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাসমত আলী খান। এ বিষয় নিশ্চিত করেন লাউহাটী ইউপি চেয়ারম্যান শাহীন মোহাম্মদ খান। হাসমত আলী খান রোববার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিষটির ছবি তুলে “পাগলা মহিষটি বর্তমানে চরলাউহাটী অবস্থান করতাছে সকলেই সাবধান” এ পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার দেন। পরে তিনি মহিষটির অবস্থানের ভিডিও লাইভ দেখাতে গিয়ে আক্রান্তের শিকার হন।

গেল রোববার সকাল ১০টার দিকে মহিষটি এলাসিন ও লাউহাটী ইউনিয়নের বারপাখিয়া, তারটিয়া ও চর লাউহাটী গ্রামে ব্যপক তান্ডপ চালায়। এ ঘটনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বাহাউদ্দিন সারওয়ার রিজভির নেতৃত্বে জাতীয় চিড়িয়াখানার অচেতনকারী টিম, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিষটি নিয়ন্ত্রণে আনার প্রস্তুতি গ্রহন করেন। তার আগেই ক্ষিপ্ত জনতা মহিষটিকে আটকিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নির্মম ভাবে হত্যা করেন। সোমবার মহিষটি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার পরামর্শে মাটিতে পুতে ফেলা হয়েছে।

কেএস 

Link copied!