Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

স্কুলের ভেন্টিলেটর ভেঙে চুরি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৩, ০৭:৪০ পিএম


স্কুলের ভেন্টিলেটর ভেঙে চুরি

খাগড়াছড়ির মানিকছড়িতে স্কুলের ভেন্টিলেটর ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ জানুয়ারি) দিবগত রাতের কোনো এক সময়ে কে বা কারা বাটনাতলী উইনিয়নের অন্তর্গত ছুদুরখীল উচ্চ বিদ্যালয়ের ভেন্টিলেটর ভেঙে কম্পিউটার, সোলার ব্যাটারি, ৪২ইন্সি এলইডি টেলিভিশনসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় দুপুরে মানিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্রে মারমা।

তিনি জানান, গতকাল সোমবার রাতে কে বা কারা বিদ্যালয়ের অফিস কক্ষের ভেন্টিলেটর ভেঙে অফিস কক্ষে ঢুকে টেলিভিশন, কম্পিউটার, কী-বোড, সাউন্ড বক্স, সোলার ব্যাটারি ও একটি আইপিএস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এতে প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

এআরএস

Link copied!