Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেলে ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও প্রতিনিধি:

জানুয়ারি ২৫, ২০২৩, ০১:২২ পিএম


ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেলে ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় রাঁধা ঊষা আবাসিক হোটেল থেকে শাহিন আলম (৩০) নামে এক ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ই জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঐ আবাসিক হোটেলের রুমের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন আলম ঠাকুরগাঁও সদর উপজেলার বগুলাডাঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আবাসিক হোটেলের রুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস অবস্থায় শাহিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরএস

Link copied!