Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেয়র খোকনের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৩, ০৩:২৭ পিএম


মেয়র খোকনের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

মিরসরাইয়ের বারৈয়ারহাট পৌর মেয়র রোজউল করিম খোকনের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে মিরসরাই উপজেলা প্রশাসন। সড়ক বিভাগের বাঁধা উপেক্ষা ক্ষমতার অবপ্যবহার করে মহাসড়কের জায়গা দখল করে অবৈধ দোকান বাণিজ্যের উদ্দেশ্যে আধাপাকা দোকান নির্মাণ করছিলেন তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার ফুট ওভার ব্রিজের উত্তর পাশে কাশবন রেস্টুরেন্টর সামনে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান।

মিরসরাই উপজেলা প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চট্টগ্রামের মিরসরাই উপজেলাধীন
বারৈয়ারহাট বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে
মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন পাকা ও টিনশেড দোকান বুলডোজার দিয়ে
গুডিয়ে দেয়া হয়। এছাড়া সড়কের পাশে রাখা নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নিতে পৌরসভাকে
নির্দেশ দিয়ে সরকারি জায়গায় কোন ধরণের স্থাপনা নিমাণ না কারার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা কালিন সময় একই এলাকায় মহাসড়কের পাশে রাস্তার উপর করাতকলের কাঠের স্তুপ রাখায় ২টি করাতকলকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান জানান, সরকারি জায়গা দখল করে
অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের পাশে কাঠের স্তুপ রাখায় জরিমানা করে সকর্ত করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

কেএস 

Link copied!