Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পূবাইলে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৩, ০৫:৩১ পিএম


পূবাইলে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই।

কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ড এলাকায় বুধবার (২৫ জানুয়ারি) সকালে বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন ৪০নং ওয়ার্ড আওয়ামীলীগ এর প্রভাবশালী সদস্য ও সাবেক পূবাইল ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল।তিনি ৪০নং ওয়ার্ড এর বিভিন্ন গ্রামে সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় দুস্থ মানুষের হাতে শতাধিক কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, হোসনে আরা সিদ্দিকী জুলি, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ। মোঃ আলাউদ্দিন ভূঁইয়া সাবেক মেম্বার, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক, মোঃ আকবর হোসেন। পূবাইল থানা আওয়ামী শ্রমিক লীগ নেতা মীর মাহবুবুর রহমান মানিক। পূবাইল থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী, শেখ আব্দুল হালিম। ৪০নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী, শেখ ইলিয়াস হোসেন, মোঃ শহিদুল্লাহ মিয়া, মোঃ আরিফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!