Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুব সমাবেশ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৩, ০৫:৫৬ পিএম


বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুব সমাবেশ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালের দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন।  

জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম এর সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা রনবিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন দে বক্তব্য রাখেন।

এসময় বীরমুক্তিযোদ্ধা রনবিক্রম ত্রিপুরা- ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে স্মৃতি চারণ করেন।

কেএস 

Link copied!