Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের পর হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

জানুয়ারি ২৫, ২০২৩, ০৮:৩১ পিএম


নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের পর হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দশ বছরের শিশুকে ধর্ষনের পর হত্যা মামলায় মোঃ নাজিম উদ্দীন নামে এক জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতে বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। এসময় অপর দুই আসামীকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নাজিম উদ্দীন পলাতক ছিলেন।

খালাস প্রাপ্ত আসামীরা হলেন, মোঃ ইলিয়াস মিয়া ও শাহ আলমর আলী।

রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন ২১  জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমানের ভিওিত্বে আদালত এ রায় দেন। 
প্রসঙ্গত, ২০০৬ সালের ১৩ জানুয়ারি সকালে রূপগঞ্জের বিরাব বাজার এলাকায় টেইলারিং দোকানে জামা আনতে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর দিন বিকালে বিরাব বাজার এলাকায় মুলিবাঁশের ঝোপের নিচে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

পরে এ  ঘটনায় শিশুটির মা রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আরএস

Link copied!