Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৩, ০৪:০৭ পিএম


চকরিয়ায় অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চকরিয়া উপজেলার পৌর শহরের চিরিঙ্গা ষ্টেশনে দুলাল সেন্টারের পিছনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫/৬টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে  এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুলাল সেন্টার পিছনে কুলিং সেন্টারের এক কারখানা থেকে আগুনের সুত্র পাত আগুন দ্রুত চড়িয়ে পড়ে। এ সময় আগুনে ফার্নিচারের দোকান সহ ৫/৬ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের লোকজনসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দোকান মালিকরা দাবী করেন।

আরএস

Link copied!