Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সিরাজগঞ্জে ২ অস্ত্র ব্যবসায়ীয় যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৩, ০৫:৩৩ পিএম


সিরাজগঞ্জে ২ অস্ত্র ব্যবসায়ীয় যাবজ্জীবন

সিরাজগঞ্জে ২৯টি বন্দুক জব্দের ঘটনায় দায়েরকৃত মামলায় ২ অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-৬ সিরাজগঞ্জের বিচারক সুপ্রিয়া রহমান এ দণ্ডাদেশ দেন।  
সাজাপ্রাপ্ত আসামীরা হলো- পাবনার সদর উপজেলার খয়ের বাগান গ্রামের আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান ওরফে মিজান এবং একই উপজেলার ভাউডাঙ্গা কালুরপাড়া গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে আব্দুল ওহাব। তাদের মধ্যে আব্দুল ওহাব পলাতক রয়েছে।

জেলা জজ আদালতের এপিপি ওয়াছ করণী লকেট এসব তথ্য নিশ্চিত করেছেন।  
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে পার্কের সামনে অভিযান চালিয়ে দুইটি বন্দুক ও এক রাউন্ড গুলিসহ আব্দুল ওহাব ও মিজানকে আটক করে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের সেই সময়ের অপর এসআই নাজমুল হককে।

তদন্তকালে আসামিদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনায় আব্দুল ওহাবের বাড়িতে অভিযান চালিয়ে আরও ২৭টি পাইপ গান উদ্ধার করা হয়। মামলা চলাকালে জামিনে বের হয়ে আত্মগোপন করেছেন আব্দুল ওহাব।
মামলার তদন্ত শেষে দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা নাজমুল হক। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন আদালত।

এআরএস

Link copied!