Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ প্রতিনিধি:

জানুয়ারি ২৬, ২০২৩, ০৭:১০ পিএম


সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ, ওজনে কম দেয়া, পঁচা ডিম রাখা, বাসি খাবার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের এম.এ মতিন সড়কে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাকিবুল হাসান এই অভিয়ান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাকিবুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ, ওজনে কম দেয়া, পঁচা ডিম রাখা, বাসি খাবার ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন এলাকার জলিল হোটেল, ফুড কেয়ার ও বাঁধন মেডিকেল হলে অভিযান চালানো হয়। অভিযানে জলিল হোটেলকে ২০ হাজার টাকা, ফুডকেয়ারকে ১০ হাজার টাকা ও বাঁধন  মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরএস

 

 

Link copied!