Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লোহাগড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

নড়াইল প্রতিনিধি :

নড়াইল প্রতিনিধি :

জানুয়ারি ২৭, ২০২৩, ০৪:০৩ পিএম


লোহাগড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে মুসা বিশ্বাস (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

মুসা বিশ্বাস উপজেলার ঘাঘা গ্রামের নবীর বিশ্বাসের ছেলে, এবং পেশায় সে একজন ইলেকট্রিক মিস্ত্রি ।

২৬শে জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে ডুবিয়ে মাছ ধরতে গিয়ে ডুব দিয়ে আর ভেসে ওঠেনি।

এ সময় তার সাথে থাকা নাদিম মোল্লার ডাক চিৎকারে এলাকার মানুষ ছুটে এসে তার সন্ধানে মধুমতি নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একটি টিম খুলনা থেকে আসে। নিখোঁজ মুসা বিশ্বাসের উদ্ধার টিম কমান্ডার হুমায়ূন কবিরের নেতৃত্বে দলটি সন্ধায় ১ ঘন্টা চেষ্টা করে উদ্ধারে সফলতা না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করে।

শুক্রবার ২৭ জানুয়ারি সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজের পর মধুমতি নদীর পাড়ে শত শত মানুষ ও নিখোঁজের আত্নীয় স্বজনদের কান্নার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন বলেন,  উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

আরএস

 

Link copied!