Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে ৩ চোর গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম প্রতিনিধি:

জানুয়ারি ২৭, ২০২৩, ০৫:০৬ পিএম


কুড়িগ্রামে ৩ চোর গ্রেপ্তার

কুড়িগ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সদর এলাকা থেকে শহরের কুখ্যাত ৩ চোরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন হাসপাতাল পাড়া বস্তির আসিফ ইকবাল (৪০), একই এলাকার সাদ্দাম (২৯), ও হরিকেস মধ্যপাড়ার হৃদয় (২৬)।

বৃহস্পতিবার  (২৬ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতাল পাড়া বস্তির আসিফ ইকবাল (৪০) এর ১২ টি চুরি মামলা,  ৯ টি মাদক মামলা সহ মোট ২১ টি মামলার আসামী, একই এলাকার সাদ্দাম (২৯)‍‍`র ৩ টি চুরি মামলা ও ৬ টি মাদকসহ মোট ৯ মামলার আসামী  ও হরিকেস মধ্যপাড়ার হৃদয় (২৬) এর ১ টি চুরি মামলা, ৩ টি মাদক মামলা ও চোরাই মোটরসাইকেল ও মালামাল সহ আসামীকে হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানার পুলিশ ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার  মো. রুহুল আমীন বলেন,  এই চোর চক্রটি বিভিন্ন সময়ে কুড়িগ্রাম শহরে চুরি ও মাদক কারবারি করে আসছিলো। পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এই চক্রটি হাতেনাতে গ্রেপ্তার হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
আরএস 

Link copied!