Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ের পুরাতন ভবনে ৬৮ রাউন্ড গুলি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৩, ০৫:২৯ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ের পুরাতন ভবনে ৬৮ রাউন্ড গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাটির নিচে মিলল ৬৮ রাউন্ড গুলি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শিবপুর ইউনিয়নের কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙ্গার পর শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে মাটির নিচে গুলির সন্ধান পাওয়া যায়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বলেন, কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে সেখানে নতুন ভবন তৈরি হবে। শুক্রবার ভবন ভাঙ্গার সময়কালে মাটির নিচে ৬৮ রাউন্ড গুলির সন্ধান পাওয়া যায়। দীর্ঘদিন মাটিতে থাকার কারণে মরিচা ধরে গেছে। এগুলো রাইফেলের গুলি‍‍`।

১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধের সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা এই স্কুলে অবস্থান করতেন বলে জানা যায়। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত গুলি।

আরএস

Link copied!