Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নান্দাইলে উপ সহকারী কৃষি কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

জানুয়ারি ২৭, ২০২৩, ০৫:৩৭ পিএম


নান্দাইলে উপ সহকারী কৃষি কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

ময়মনসিংহের নান্দাইলে ৬নং রাজগাতী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের খলাপাড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বহস্পতিবার(২৬ জানুয়ারি) বিকালে পূর্বখলাপাড়া মার্কেটে খলাপাড়া কৃষি ব্লকের আয়োজনে সরকারি অবসরজনিত বিদায়ী উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ফুলেল বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।

এছাড়া যুবলীগ নেতা রুহুল আমিন ভূইয়া ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক, উপ-সহকারী কর্মকর্তা আল জুবায়ের রানা, ইউপি সদস্য রাফিউল হাফিজ খোকন, সাংবাদিক শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, সাব-ডিলার আলী উসমান জয়তুন, মজনু ভূইয়া, সমাজ সেবক আব্দুল বারেক ও বিদায়ী উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুল হক প্রমুখ। এসময় সাংবাদকি শাহজাহান ফকির ও খলাপাড়া কৃষি বøকের কৃষকগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায়ী সংবর্ধনায় কৃষি কর্মকর্তা ফজলুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে কৃষি উন্নয়নশীল বাংলাদেশ গড়তে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান উপজেলা কৃষি বিভাগকে সহযোগীতা করতে সকলকে আহবান জানান।

আরএস
 

Link copied!