Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলি ও গাঁজাসহ আটক ৩

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৩, ০৭:০০ পিএম


যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলি ও গাঁজাসহ আটক ৩

যশোর জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ১টি ওয়ান স্যুটারগান ২ রাউন্ড গুলি ও ৭ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে যশোর জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

ডিবি জানায়, ২৬ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে ডিবির এসআই মো. শাহিনুরের নেতৃত্বে একটি টিম যশোর সদরের শংকরপুর বাস টার্মিনাল এলাকা থেকে শংকরপুর চাতালের মোড় রহিমার বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম মিঠুকে (৩৩) ১টি ওয়ান স্যুটারগান ও ২ রাউন্ড গুলিসহ আটক করেছ।

এ অন্যদিকে ডিবির এসআই নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম যশোর বেনাপোলের রায়পুর থেকেওই দিন রাত সাড়ে চারটার দিকে ৭ কেজি গাঁজাসহ রায়পুরের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম এবং ঘিবা গ্ৰামের শহিদুল সর্দারের ছেলে আহসান সর্দারকে আটক করে।

পৃথক দুইটি ঘটনায় কোতোয়ালি ও বেনাপোল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

টিএইচ

Link copied!