Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেরপুর প্রতিনিধি

শেরপুর প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৩, ১০:০৭ এএম


শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। বুধবার ২৫ জানুয়ারি রাতে ছিন্নমূল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তিনি এই কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে খুশি জোসনা বেগম বলেন, ‘আশপাশের অনেকেই সরকারি সহযোগিতা পেলেও আমার কোনো সহযোগিতা পায়নি। রাতে হঠাৎ ইউএনও স্যার আমাদের কম্বল দিয়েছেন। খুব ভালো লাগছে।’

এর আগেও চরপক্ষিমারি ইউনিয়নের চর বেপারিপাড়া এলাকায় শতাধিক কম্বল বিতরণ করেন ইউএনও।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস বলেন, ‘গত ১ সপ্তাহ ধরে শীত জেঁকে বসেছে। এই শীতে গরিব-দুঃখী মানুষ কষ্ট করছেন। তাই অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে সবার দাঁড়ানো উচিত।

শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার স্যারের সার্বিক সহযোগিতায় এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫ শতাধিক ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এআরএস

Link copied!