Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গুরুদাসপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৩, ০১:৪৯ পিএম


গুরুদাসপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে রাস্তার ধার থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

উদ্ধারকৃত যুবক বগুড়ার কাহালু উপজেলার আবু জাফরের ছেলে আবু সাইদ (৪০)।  শনিবার (১৮ জানুয়ারি)  সকাল সাড়ে ৮টার দিকে দড়িকাছিকাটা এলাকার (বনপাড়া-হাটিকুমরুল) মহাসড়কের পাশের রাস্তার ধার থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন।

স্থানীয়রা বলেন, কাছিকাটা মোড়ে মাঝেমধ্যে বিভিন্ন ভারসাম্যহীন মানুষরা আসে। এই ব্যক্তিকে কয়েকদিন ধরে কাছিকাটা এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। সকালে রাস্তার ধারে মৃত অবস্থায় দেখে তারা পুলিশকে খবর দেয়।

ওসি আব্দুল মতিন বলেন, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা কাজ করছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরএস

Link copied!