Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কিশোরগঞ্জে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ম্যুরাল উদ্বোধন

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

জানুয়ারি ২৮, ২০২৩, ০২:৪৩ পিএম


কিশোরগঞ্জে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ম্যুরাল উদ্বোধন

কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজিমউদ্দিন আহাম্মদ এর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যুরাল উন্মোচন করেন আজিমউদ্দিন আহাম্মদ সাহেবের নাত বউ মোছাম্মৎ জোবেদা খাতুন।

এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তারেক উদ্দিন আহাম্মদ আবাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।

এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালবা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য আনোয়ার হোসেন বাচ্চু সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!