Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে ঢাকা নার্সিং কলেজের কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম প্রতিনিধি:

জানুয়ারি ২৮, ২০২৩, ০৩:২৬ পিএম


কুড়িগ্রামে ঢাকা নার্সিং কলেজের কম্বল বিতরণ

কুড়িগ্রামে ঢাকা নার্সিং কলেজের ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অরগানাইজেশন’ স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে সংগঠনটির পক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, প্রধান অতিথি কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মাহফুজ খন্দকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীর পিতা ও কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ বলেন, কুড়িগ্রামে এ প্রচন্ড শীতে সরকারি ও বেসরকারি সংগঠন থেকে যারা অসহায় ও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি সকলকে কুড়িগ্রামের চরাঞ্চলে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।            

আরএস
   

 

 

Link copied!