Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

জানুয়ারি ২৮, ২০২৩, ০৪:১৭ পিএম


বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, একটা শীতের কাপড় দেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে নীলফামারীতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষে ৩০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নীলফামরী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জের ডিআইজি  মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট)  মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) এসএম রশিদুল হক, পিপিএম।এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম, আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) মোঃ মমিনুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক, (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) নীলফামারী; সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ সহ জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দেন এবং নীলফামারী জেলার বৃত্তবান নাগরিকদেরকে সমাজের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।

কেএস 

Link copied!