Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কাশিয়ানীতে বনভোজনের বাসে দুর্বৃত্তদের হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ প্রতিনিধি:

জানুয়ারি ২৮, ২০২৩, ০৫:২৫ পিএম


কাশিয়ানীতে বনভোজনের বাসে দুর্বৃত্তদের হামলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে বনভোজনের বাসে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মধুমতি সেতুর টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

বাসে থাকা অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য শাহ্ মোহাম্মাদ আলম জানান, কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘সহপাঠী ফোরাম ৮৯’ ব্যাচের আয়োজনে যশোর বিনোদিয়া পার্ক থেকে বার্ষিক বনভোজন শেষ করে দুটি বাসে প্রায় শতাধিক লোক নিয়ে কাশিয়ানীর উদ্দেশ্যে ফিরতেছিলেন। কাশিয়ানী মধুমতি সেতুর টোল প্লাজা পার হলেই ৫-৬ জন যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি বাসের গতিরোধ করে। দুর্র্বৃত্তরা বাসের মধ্যে ঢুকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে বাসের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় বনভোজন ফেরত যাত্রীর কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কাশিয়ানীর থানার ওসির দায়িত্বে থাকা এসআই মো. সাদেকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আরএস

 

 

Link copied!