ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৩, ০৫:২৮ পিএম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৩, ০৫:২৮ পিএম
ময়মনসিংহয়ের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন এলংজনি বাজার সংলগ্ন একটি ইটভাটায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় প্রতিবাদের সাহস পাচ্ছে না স্থানীয়রা।
অবিলম্বে অবৈধ এই ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। একই চিত্র উপজেলায় অসংখ্য ইটভাটায়। কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ।
জানা যায়, উপজেলার এলংজনি বাজার সংলগ্ন ইটভাটা ‘মেসার্স একতা ব্রিকস’ এর পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় ইটভাটা সংলগ্ন বাড়ির মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এছাড়াও ফসলি জমির পাশে ইটভাটা নির্মাণ করায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, ‘ইটভাটার কালো ধোঁয়ায় তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়।’
স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান, ‘বাজারের পাশেই গড়ে উঠা ইটভাটার কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বাজারের ব্যবসায়ীরা।’
ভাটার ভিতরে কাঠ ছোট বড় করার জন্য করাতকল স্থাপন করে প্রতিদিন পোড়ানো হচ্ছে হাজার হাজার মণ কাঠ।
ভাটার শ্রমিকরা বলেন, ‘মালিকপক্ষের নির্দেশে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে।’
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ‘অবৈধ ইটভাটাগুলোকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।’
এআরএস