Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

দেলদুয়ারে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৩, ০৫:২৯ পিএম


দেলদুয়ারে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারীর  লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনারা গ্রামের সাইফুল ইসলামের লেবু বাগান ও সরিষা ক্ষেতের মধ্যবর্তি ফাঁকা জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়  এই মহিলাকে উপজেলার লাউহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নগ্ন অবস্থায় বিভিন্ন সময় ঘুরতে দেখা যেতো। মহিলাটি মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করে এলাকাবাসী।

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, মানসিক ভারসাম্যহীন নারীর লাশ চকের মধ্যে একটি লেবু বাগান ও সরিষা ক্ষেতের ফাঁকা জায়গায় উপুড় হয়ে পড়ে ছিল। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরএস

Link copied!