Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জাকারিয়া, সম্পাদক তাহের

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৩, ০৬:৫০ পিএম


নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জাকারিয়া, সম্পাদক তাহের

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতি ভবনে ভোট গ্রহণ চলে। একই দিন গভীর রাতে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

এতে ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক সহ ১০টি পদে বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরুঙ্কুশ জয় লাভ করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয় প্রার্থীরা হচ্ছেন,সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সেক্রেটারী আবদুল্লাহ মো. তাহের (জামায়াত) সহ-সভাপতি সামছু উদ্দিন, আলী হোসেন, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সহকারী সম্পাদক আবদুল কাইয়ুম দিদার, কোষাধ্যক্ষ তাকরির হোসাইন (জামায়াত) গ্রন্থাগার রহিম উল্লাহ, সদস্য বোরহান উদ্দিন (জামায়াত) মাহামুদুর রশিদ শাহ নেয়াজ। 
অন্য দিকে আওয়ামী আইনজীবী পরিষদ আপ্যায়ন সম্পাদক, ক্রীড়া সম্পাদক সহ ও তিন জন সদস্য নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট এ জেড. এম ফারুক । ৫৮৮ জন ভোটারের মধ্যে ৫৬২ জন ভোট দেন।  

কেএস 

Link copied!