Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হিরো আলমের ভোটের প্রচারনায় নায়িকা মুনমুন

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৮, ২০২৩, ০৭:৫৩ পিএম


হিরো আলমের ভোটের প্রচারনায় নায়িকা মুনমুন

আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে ‘একতারা‍‍` প্রতীক নিয়ে ভোটে লড়ছেন আলোচিত অভিনেতা মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। প্রতীক পাওয়ার পর থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট। বিনপির ছেড়ে দেয়া আসনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

শুক্রবার হিরো আলমের ভোটে প্রচারণায় গভীর রাতে অংশ নেন আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী মুনমুন। বগুড়া শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে মুনমুন একতারা প্রতীকের ভোট চেয়েছেন। এদিকে হিরো আলম জানিয়েছেন, শুধু মুনমুন নয়, চলচ্চিত্র জগতের অনেক তারকা অংশ নিবেন একতারা নির্বাচনী প্রচারণায়।

নির্বাচনী প্রচারে অংশ নিয়ে চিত্রনায়িকা মুনমুন সাংবাদিকদের বলেন, ‘উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। হিরো আলম বললেন, ‘আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।’ ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি।’ তিনি শহরের সাতমাথায় রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রচারণা চালান।

ভোটারদের উদ্দেশে মুনমুন বলেন, ‘হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের দুঃখ ও কষ্ট সে অনুভব করতে পারবে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। হিরো আলমের সাহসের প্রতি সম্মান জানিয়ে একবারের জন্য হলেও তাকে এমপি নির্বাচিত করার আহ্বান জানান মুনমুন।’

অন্যদিকে হিরো আলম জানিয়েছে, ভোটারদের চমক দেখাতে আজ রাতে একতারা মার্কার পক্ষে ভোট চাইতে আসবেন চিত্রনায়িকা জেসমিন। পরে চিত্রনায়িকা নাসরিন, কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পী অংশ নিবেন তাঁর নির্বাচনী প্রচারণায়।

প্রচারণায় চমক ইঙ্গিত দিয়ে হিরো বলেন, ‘প্রচারণার শেষ সময়ে একতারা প্রতীকের পক্ষে চলচ্চিত্র তারকারা হেলিকপ্টারে যোগে প্রচারণায় অংশ নিবেন।

আরএস
 

Link copied!