Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিজয়নগরে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

জানুয়ারি ২৮, ২০২৩, ০৮:০৪ পিএম


বিজয়নগরে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোনাই নদী পাড়ের মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ভেকু জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নে সোনাই নদীর পাড়ের মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোনাই নদীর পাড় থেকে একটি ভেকু জব্দ করা হয়। নদীর পাশ্ববর্তী মেসার্স জামান ব্রিকস ফিল্ডকে অবৈধভাবে মাটি সরবরাহের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন। এসময় বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ,  বুধন্তী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজল কুমার বণিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!