Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীতে নেশাজাতীয় ট্যাবলেটসহ, গ্রেপ্তার ২

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী প্রতিনিধি:

জানুয়ারি ২৯, ২০২৩, ০৫:৩১ পিএম


নীলফামারীতে নেশাজাতীয় ট্যাবলেটসহ, গ্রেপ্তার ২

নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্টাডলসহ দুইজনকে ২ জনকে গ্রেপ্তার করেছে নীলফামারী ডোমার থানা পুলিশ।

আটককৃতরা হলেন নীলফামারী ডোমার উপজেলার বেতগাড়া (পানা সরকার বাজার) মো. সামছুল হকের ছেলে মো. সামিউল ইসলাম (২১) এবং চিকনমাটি (পাঠানপাড়া) মো. সফিয়ার রহমানের ছেলে মো. রাব্বি ইসলাম (২৫)। শনিবার (২৮ জানুয়ারি) ডোমার থানাধীন বোড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ বাজার হতে সামিউল এর নিকট ৪০ পিছ এবং রাব্বির নিকট হইতে ৩০ পিছ সর্বমোট ৭০(সত্তর)পিছ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এস আই মো. আবু সাব্বির রাবুর অভিযোগের প্রেক্ষিতে ডোমার থানার মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরএস

Link copied!