Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নওগাঁয় অটো চার্জারের চাপায় শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৩, ০৬:৫২ পিএম


নওগাঁয় অটো চার্জারের চাপায় শিশুর মৃত্যু

অটো চার্জার গাড়ির চাপায় রহিমা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নওগাঁর নিয়ামতপুরে রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে ৷

মৃত রহিমা উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের আজিজুল হকের মেয়ে।

জানা গেছে, ডিমা গ্রামের মোড়ে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সে সময় রহিমা (৫) এর দাদি তার নানার বাড়িতে যাওয়ার জন্য রহিমাকে রাস্তা পার করছিল।

এসময় যাত্রীবাহী অপরদিক থেকে অটো চার্জার বেপরোয়া গতিতে নিয়ামতপুর-গাবতলী সড়কের ডিমা মোড়ে দিয়ে যাওয়ার সময় রহিমাকে ধাক্কা দিয়ে তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশু রহিমার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ রহিমার মরদেহ উদ্ধার করে।

কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএস

Link copied!