Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪,

মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ৫ ট্রাক জব্দ: আটক ৮

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৩, ০৭:৩৪ পিএম


মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ৫ ট্রাক জব্দ: আটক ৮

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৮ জনকে আটক ও ৫টি ড্রাম ট্রাক জব্দ করেছে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর।

রোববার (২৯জানুয়ারি) ভোরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের বিপ্লব সরকার (২৫) ও জালাল মিয়া (৪৫), আজগানা গ্রামের নাহিদ সিকদার (১৫), বেলতৈল গ্রামের ফারুক মোল্লা (২৪), খাইরুল ইসলাম (২১), আলামিন (২৪), গাজীপুর জেলার টুঙ্গি থানার পলাসোনা গ্রামের মামুন মিয়া (২৮) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার তালুক ঘোড়াবান্ধা গ্রামের মাজু শেখ (২৭)।

এ বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৮ জনকে আটক ও মাটি ভর্তি ৫টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরএস
 

Link copied!