Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কটিয়াদীতে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জানুয়ারি ৩০, ২০২৩, ০১:১৩ পিএম


কটিয়াদীতে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবককে আটক করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) আদমপুর ফায়ার সার্ভিস এর উত্তর পাশে তেতুল তলা পাকা রাস্তা সংলগ্ন এলাকায় কটিয়াদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামী ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধলা নামাপাড়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে মো. কালাম (৩০)।

ঘটনার বিষয়ে পুলিশ জানায়, কটিয়াদী মডেল থানার এসআই মো. দুলাল মিয়া ও এসআই সৈয়দ জাকির হোসেন, এএসআই মো. মোখলেছুর রহমান, এএসআই নজরুল ইসলাম এর নেতৃত্বে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে আটক করে। যার আনুমানিক মূল্য ৩লক্ষ টাকা।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন বলেন, আসামীর দেহ তল্লাশীর করার সময় তার পরিহিত লুঙ্গির ডান কোচ হতে কালো রংয়ের ৫টি জীপারের ভিতর হইতে ১ হাজার পিস লালচে গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কটিয়াদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

আরএস

 

Link copied!