Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৩০, ২০২৩, ০৩:৪২ পিএম


বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জোট পুকুর পাড় ও কানুনগোপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটটি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে এসব জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

আদালত সূত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্স না থাকায়, ফুটপাত দখল করে সড়কে পাশে  ইট, কাঠ, বালু রেখে ব্যবসা পরিচালনা করে জনদূর্ভোগ সৃষ্টি করায় বিভিন্ন আইনে জরিমানা করেন।

এ সময় জোট পুকুর এলাকার খাজা অটোরাইজ মিলকে ৫ হাজার টাকা, কানুনগোপাড়া এলাকার মিলন বৈদ্য (৬০) কে ৫ হাজার, মাহিম স্টীল-কে ২হাজার, মোঃ রিয়াদ (৩০) কে ২ হাজার , সুভাশ দত্ত(৪৫)- কে ২ হাজার, অমল চৌধুরী (৪২)-কে ৫ হাজার, মোঃ সেলিম (৩০)- কে ২ হাজার, মোঃ শাহেদ (৩২)- কে ৫ হাজার টাকাসহ ৮টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, প্রত্যেককে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে মোবাইল কোর্ট অ্যাবহত রাখা হবে।

কেএস 

Link copied!