Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মিরসরাইয়ে পৃথক অভিযানে নারীসহ আটক ৮

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই প্রতিনিধি

জানুয়ারি ৩০, ২০২৩, ০৫:০৬ পিএম


মিরসরাইয়ে পৃথক অভিযানে নারীসহ আটক ৮

চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় নারী সহ আট আসামি গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত থানা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

থানা পুলিশ জানায়, উপজেলার হাদিফকিরহাট এলাকা থেকে ৯‍‍`শ পিস ইয়াবাসহ সোনা মিয়া (৫০) কে আটক করা হয়।

এছাড়া পৃথক অভিযানে সদর ইউনিয়নের মান্দার বাড়ীয়া গ্রাম থেকে জিআর পরোয়ানাভূক্ত আমি বিবি আয়েশা (৪৫), স্বামী-আবুল খায়ের, সাজাত হোসেন সাকিব(২২), পিতা-আবুল হাসেম, আবুল হাসেম (৫০), পিতা-মৃত আব্দুল কুদ্দুছ কে গ্রেপ্তার করা হয়।

ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রাম থেকে সিআর পরোয়ানাভূক্ত আসামি সালা উদ্দিন, পিতা-মৃত সালাম, ওয়াহেদপুর থেকে মাইনূল কবির (৩৮), পিতা- মৃত আবুল কাশেম, নিজামপুর এলাকা থেকে নাজির উদ্দিন, পিতা- মনির হোসেন ও মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের ফিরোজ খান, পিতা-মাহাফুজুর রহমানকে গ্রেপ্তার করে সোমবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কেএস 

Link copied!