Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে অস্ত্রসহ ডাকাত সর্দার আটক

ফেনী (নোয়াখালি) প্রতিনিধি:

ফেনী (নোয়াখালি) প্রতিনিধি:

জানুয়ারি ৩০, ২০২৩, ০৫:৪৮ পিএম


ফেনীতে অস্ত্রসহ ডাকাত সর্দার আটক

অস্ত্রসহ ফেনীর সোনাহাজীর ডাকাত সর্দার মো. শাহাদাত হোসেন (৩০) ওরফে শাহজাহান ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, রোববার রাত ৯টার দিকে চট্টগ্রামের জোরারগঞ্জের দূর্ঘাপুর ইউপির পান্ডা পুকুর পাড় থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে শাহজাহানের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাগাজীর সমপুরে অভিযান চালিয়ে একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার নামে ফেনী ও সোনাগাজী থানায় ডাকাতি, দস্যুতা, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটক শাহজাহান সোনাগাজী উপজেলার সমপুরের মনোয়ারী আলী সওদাগর বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে।

আরএস

Link copied!