Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে প্রকৌশলীর ওপর হামলা

যশোরে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

যশোর প্রতিনিধি:

যশোর প্রতিনিধি:

জানুয়ারি ৩০, ২০২৩, ০৬:৫৯ পিএম


যশোরে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

চট্টগ্রামের এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসী শাহাবুদ্দিনসহ সকল হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে এলজিইডি ভবন চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. সানাউল হক, সরকারি প্রকৌশলী মীর মনিরুজ্জামান সরকারি প্রকৌশলী প্রত্যাশা চাকমা ,সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী এনামুল হক ,উপসহকারী প্রকৌশলী মো. মনিরুল হাসান ও হিসাবরক্ষক মো. আমিরুল ইসলাম সহ আরো অনেকে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরএস

Link copied!