Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

জানুয়ারি ৩০, ২০২৩, ০৭:০৭ পিএম


প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকল্পের কাজ না দেওয়ার কারণে ঠিকাদার সাহাব উদ্দিন গং কতৃর্ক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কবির হাট উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা।

গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম সির্টি কর্পোরেশনের বিমান বন্দর সড়ক উন্নয়ন সম্পকৃত একটি প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী এর ওপর হামলার প্রতিবাদে সোমবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ স্বরূপ সারাদেশের মত কবিরহাট উপজেলায় প্রকৌশল বিভাগে মানববন্ধন পালন করে।

মানববন্ধনে প্রদান অতিথি হিসেবে ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন আহাম্মেদ, এলজিইডির  প্রকৌশলী মো: নাছের উদ্দিন, বাবু ধন চাকমা, তাহমিনা শারমিন, কবিরহাট উপজেলা, ঠিকাদার এ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান, মোঃ কামাল খাঁন ও কবিরহাট প্রেস ক্লাব (কেপিসি) এর মহাসচিব সাংবাদিক এস এম ফারুক হোসেনসহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ঘটনার প্রতিবাদে উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিন সহ উপস্থিত হয়ে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানান।

কেএস

Link copied!