Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেরানীগঞ্জে ইমাম সম্মেলন

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৩, ১১:৪৭ এএম


কেরানীগঞ্জে ইমাম সম্মেলন

ঢাকার কেরানীগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে ‍‍`সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন‍‍` শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।

বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশন কেরানীগঞ্জ শাখার ফিল্ড সুপারভাইজার আব্দুল হালিম সিকদার, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল আলীসহ অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ যেন কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এ বিষয় ধর্মীয় ও সামাজিক নেতা হিসেবে ইমাম ও খতিবদের সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই শতাধিক মসজিদের ইমাম ও মাদ্রাসার নারী শিক্ষিকা উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!