Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বালিয়াকান্দিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৩, ০১:৫০ পিএম


বালিয়াকান্দিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা পারমিস সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমূখ বক্তব্যে রাখেন।

বুধবার সকালে বিদ্যালয় চত্বরে সাংস্কৃতিক, অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ করা হবে।

কেএস 

Link copied!