Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ প্রতিনিধি :

জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:৪৩ পিএম


কিশোরগঞ্জে বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কিশোরগঞ্জ পৌর এলাকার আলোরমেলা নতুন স্টেডিয়াম মেইন গেইট সংলগ্ন বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রায়হেনা খাতুন(৬৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রায়হেনা খাতুন গত বছরের অক্টোবরে আলোরমেলা নতুন স্টেডিয়াম সংলগ্ন সাড়ে ৫ শতাংশ জায়গা ঘর সহ ক্রয় বসবাস করে আসছে।

গত রবিবার (২৯ জানুয়ারি) পূর্ব শত্রুতার জেরে আলোরমেলা নতুন স্টেডিয়াম এলাকার মৃত শফিউদ্দিন শিকদারের ছেলে মাসুদুল হক শিকদার (৪৫) এর নেতৃত্বে কিছু গুন্ডা প্রকৃতির লোক দেশীয় অস্ত্র নিয়ে ভূক্তভোগী রায়হেনা খাতুনের বসত বাড়িতে হামলা করে। এ সময় তারা বসত ঘরের দরজা জানালা, ওয়ারড্রব,কাঠের আলমারি ভাংচুর করে। অতপর আলমারিতে থাকা নগত ৮০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বৃদ্ধা মহিলা রায়হেনা খাতুনসহ তার পরিবার। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরএস

Link copied!