Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেরানীগঞ্জে ৭ চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৩, ০৬:১৭ পিএম


কেরানীগঞ্জে ৭ চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ২

ঢাকার কেরানীগঞ্জে ৭ চোরাই অটোরিকশাসহ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।

তিনি জানান, গত ৩১ জানুয়ারি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস দল কেরাণীগঞ্জ মডেল থানাধীন লাকিরচর সিএনজি পাম্প এর সামনে চোরাই  অটোরিকশা কেনা-বেচার সময় মো. বিল্লাল ও আজিম নামে দুইজনকে হাতে নাতে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন সিরাজপুর বাজারের সাইদ এর গ্যারেজ থেকে চারটি ও লাকিরচর ছালামের গ্যারেজ হতে আরো দুটি রিকশাসহ মোট ৭টি অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ, মামলার তদন্ত কর্মকর্তা এস আই জিয়াসহ উর্ধতন কর্মকর্তারা।
এআরএস

Link copied!