Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

নতুন অটোভ্যানে ফরিদের মুখে তৃপ্তির হাসি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৩, ০৯:৩০ পিএম


নতুন অটোভ্যানে ফরিদের মুখে তৃপ্তির হাসি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরকাদাই গ্রামের হতদরিদ্র অটোরিকশা চালক শেখ ফরিদ। একমাত্র সম্বল অটোরিকশা চালিয়েই কোনরকমে জীবিকা নির্বাহ করেন। দেড় মাস আগে সেই অটোরিকশাটি গভীর রাতে চুরি হয়ে যায়।

এতে শেখ ফরিদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একমাত্র আয়ের উৎস গাড়িটা হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। স্ত্রীর কান্নায় চোখের কোণে জল জমে শেখ ফরিদের। চারপাশ দ্রুত অন্ধকার হতে থাকে তাঁর।

দিশেহারা শেখ ফরিদের অসহায়ত্বের কথা জানতে পারেন সমাজকর্মী মামুন বিশ্বাস। তিনি তার ফেসবুক বন্ধুদের থেকে ৬০ হাজার টাকা সংগ্রহ করে সেই টাকা থেকে ৫৭ হাজার টাকা দিয়ে ব্যাটারি চালিত  অটোভ্যান ও ৩ হাজার টাকার খাদ্যসামগ্রী মঙ্গলবার (৩১ জানুয়ারি ) শেখ ফরিদের হাতে তুলে দেন।

শেখ ফরিদ নতুন গাড়ি ও খাদ্যসামগ্রী পেয়ে প্রাণ খোলা হাসি দিয়ে বলেন, ‘আমি সারাজীবন সবার জন্য দোয়া করবো। নিজের নতুন গাড়ি হওয়ায় এখন আমি অন্তত পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারবো।’

শেখ ফরিদের স্ত্রী নাজমা জানান, ‘এখন ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিতে পারবো। আমি সবার জন্য দোয়া করি যারা আমাকে গাড়ি দিয়েছে।’

সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, ‘অসহায় মানুষ ও বন্যপ্রাণীর পাশে  ভালো কিছু নিয়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি ফেসবুকের মাধ্যমে অসহায় মানুষ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি নিয়মিত। এই কৃতিত্ব ফেসবুক বন্ধুদের। দেশে অনেক অসহায় মানুষ আছে। আমরা সবাই যদি নিজ নিজ সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই তবে আশাহত মানুষগুলো অন্তত ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখবে৷’

এআরএস

 

Link copied!