Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

৩ বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর পলাতক

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়া প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৪:৫১ পিএম


৩ বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর পলাতক

সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত ১২ বছর যাবৎ পলাতক আসামি রফিকুল ইসলাম ওরফে রাফি ডাকাত (৪০) কে গ্রেপ্তার করেছে এপিবিএন'র পুলিশ সদস্যরা। রাফি ডাকাত তার পরিচয় গোপন করে বাইপাইল এলাকায় পরিবহনের সাথে জড়িত ছিল বলে জানা যায়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে  আশুলিয়ার বাইপাইল সিএনজি পাম্প এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে রাফি ডাকাত কুষ্টিয়া জেলার মিরপুর থানার রানা কোরিয়া এলাকার মতিয়ার ডাকাতের ছেলে। 

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের রিয়ার সদর আশুলিয়ার (এপিবিএন) উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল জানান, ২০১১ সালের কুষ্টিয়া মডেল থানার জিআর মামলার গ্রেপ্তারি ওয়ারেন্টের সাজাপ্রাপ্ত আসামি রাফি ডাকাতকে গোপন সংবাদের ভিত্তিতে ডিজিটাল তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করা হয়। পরে আশুলিয়া ক্যাম্পের এপিবিএন পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হবে।

আরএস

Link copied!