Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

সিরাজগঞ্জে বর্ণমালার মিছিলে ভাষার মাসকে বরণ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৭:৪৮ পিএম


সিরাজগঞ্জে বর্ণমালার মিছিলে ভাষার মাসকে বরণ

সিরাজগঞ্জে বর্ণবালার মিছিলের মাধ্যমে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নেওয়া হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনের মুক্তির সোপান শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বর্ণমালার মিছিলে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযোদ্ধের পটভূমির তুলে ধরা হয় প্ল্যাকার্ডে। বাংলা বর্ণ লেখা প্ল্যাকার্ড নিয়ে এ মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে অঙ্গীকার পূরণে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ভাষার মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন বাঙালির ইতিহাস ঐতিহ্যকে লালন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করে। সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সব অপসংস্কৃতি ও অন্যায়ের বিরুদ্ধে বায়ান্ন-একাত্তরের চেতনায় কাজ করার অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বক্তব্য রাখেন।

বর্ণমালার মিছিলে সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফিসহ জেলা প্রশাসনের কর্মকতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!