Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিহাতীতে সৎভাইকে পিটিয়ে আহত, বাড়িঘর ভাঙচুর

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০১:৩৮ পিএম


কালিহাতীতে সৎভাইকে পিটিয়ে আহত, বাড়িঘর ভাঙচুর

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামান্না উত্তরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শওকত আলী (৭০) নামের এক ব্যক্তিক পিটিয়ে আহত ও বাড়ি-ঘর ভাংচুর করার  অভিযোগ ওঠেছে তার সৎভাই ও ভাতিজাদের বিরুদ্ধে।

কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত শওকত আলী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেনের  বাড়িতে গেলে কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে  কালিহাতী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, শওকত আলী বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।

এ সময় তিনি জানান, সোমবার (৩০ জানুয়ারি) সকালে তার জমিতে ঘর নির্মান করে। এসময় তার সৎভাই তোফাজ্জল স্ত্রী মাহফুজা, ভাতিজা তুহিন তাদের  সাথে কথা কাটাকাটি হয়। ওই দিন রাত সাড়ে দশটার দিকে তারা এসে ঘর ভাংচুর করে। সে বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি  কিল ঘুষি, লাথি মেরে আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি  অভিযোগ করা হইয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. গাজী খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ পক্ষের মাঝে বিরোধ চলে আসছে। আমরা স্থানীয়ভাবে এলাকায় সালিশীর মাধ্যমে একাধিকবার চেষ্টা করেছি। রাতে ঘর ভাংচুর খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করি।

কালিহাতী থানার এসআই কায়সার জানান, তারা সৎভাই। তাদের জমি ভাগাভাগি না করে ঘর তোলাকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে। তারা কোর্টের  মাধ্যমে বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন।

আরএস

Link copied!